আপনিও হতে পারেন সাপ্তাহিক গণিত চিন্তার প্রব্লেম সেটার
আপনিও হতে পারেন সাপ্তাহিক গণিত চিন্তার প্রব্লেম সেটার
পূর্ণচিন্তাতে এখন থেকে সবাই সাপ্তাহিক গণিত চিন্তার প্রশ্ন জমা দিতে পারবে। মানসম্মত প্রশ্ন হলে সেটা পাবলিশ করা হবে এবং প্রশ্ন দাতাকে রাইটিং ক্রেডিট দেওয়া হবে। প্রশ্ন এবং সমাধান একই সাথে দিতে হবে।
নিচের ফর্ম পুরন এর মাধ্যমে অথবা ই-মেইল এর মাধ্যমে আপনি আপনার প্রশ্ন এবং সমাধান জমা দিতে পারবেন।
তবে মনে রাখতে হবে,
১. পূর্ণচিন্তা কর্তৃপক্ষ প্রশ্নের সম্পাদনার অধিকার সংরক্ষন করেন।
২. হোমওয়র্ক বা এসাইনমেন্টের প্রশ্ন সাবমিট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৩. প্রশ্নের সাথে সাথে সমাধান অবশ্যই দিতে হবে।
সাপ্তাহিক গণিত চিন্তার প্রশ্ন ও সমাধন পাঠানোর ই-মেইল: collab@purnochinta.com
নিচের ফর্মে আপনি আপনার ইচ্ছে মতো ফাইল যেমন- পিডিএফ ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, হাতে লিখে ছবি তুলে অথবা প্রশ্ন এবং সমাধান লিখেও জমা দিতে পারবেন।
…….