সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কার (১৬-১৯)

সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কার (১৬-১৯)

এই বারও আগের নিয়মে পুরস্কার দেওয়া হবে, ৪টি সমস্যার উপর ভিত্তি করে। এই পুরস্কারটি সাপ্তাহিক গণিত চিন্তা ১৬,১৭,১৮ এবং ১৯ এর ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে। এই চারটি সাপ্তাহিক গণিত চিন্তার মধ্যে যে বেশি সংখ্যক সমস্যার সমাধান করতে পারবে তাকেই এই পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার হিসেবে আপনি আপনার ইচ্ছে মত যে কোনো ছবি, জল রঙ দিয়ে আঁকিয়ে নিতে পারবেন। হতে পারে সেটা আপনার বা আপনার পরিবারের বা আপনার প্রিয় মানুষের বা আপনার প্রিয় কোনো জায়গার বা আপনার প্রিয় যে কোনো কিছু ( তবে অবশ্যই আপত্তিকর কিছু হতে পারবে না)। ছবির সাইজ ৬ x ৫ ইঞ্চির কাছা কাছি থাকবে।

ফাইনাল ফলাফল ঘোষণার পর পুরস্কার প্রাপ্ত প্রতিযোগির জন্য এখানে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে সেই প্রতিযোগী তার প্রিয় ছবি আর ঠিকানা আমাদের কে পাঠিয়ে দিতে পারবে।। সেই ছবির মত ছবি আঁকিয়ে দেয়া হবে।।

এই উদ্যোগে Draw For Peace আমাদের সাথে আছে।।

পুরস্কার যে ৪ টি সাপ্তাহিক গণিত চিন্তার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে-

১। সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৬ – (শেষ)
২। সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৭ – (শেষ)
৩। সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৮ – (শেষ)
৪। সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৯ – (শেষ)

এই পুরস্কারের বিজয়ী Pabna থেকে Farzana Akter (Ritu), তাকে জানাই পূর্ণ চিন্তার পক্ষ থেকে অভিনন্দন। আমরা তার হাতে খুব দ্রুত পুরস্কার তুলে দিতে চাই। সাপ্তহিক গণিত চিন্তার ৩ টি সমস্যা তিনি খুব দক্ষতার সাথে সমাধান করেছেন।

পুরস্কার নেবার জন্য বিজয়ীকে একটি ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম এর লিংক SMS এবং Email এর মাধ্যমে বিজয়ীকে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *