সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৭

রবি আবহাওয়া বিভাগে সিগনাল ম্যানের চাকরি পেয়েছে। তবে কাজ শুরু করার আগে দুই মাসের ট্রেনিং এর ব্যাপার আছে। এই ট্রেনিং এর সময়ই গতকাল ট্রেনার তাকে তিন টি পতাকা দিয়ে সিগনাল বানানো শিখিয়েছে।

নানা রংয়ের পতাকা থেকে তিনটি পতাকা নিয়ে এক ধরণের সতর্কতা সিগনাল তৈরি করা যায়। ট্রেনার সাহেব রবিকে 6 টি ভিন্ন ভিন্ন রং এর, প্রত্যেকটির 4 টি করে পতাকা দিয়েছেন। তিনি রবির কাছে জানতে চেয়েছেন যে মোট কত গুলো ভিন্ন ভিন্ন তিন পতাকার সিগনাল এই পতাকাগুলো দিয়ে দেওয়া যাবে। রবি বাসায় এসে তিনটি করে পতাকা নিয়ে সিগনাল তৈরি করে করে দেখছে। কিন্তু 50 টা সিগনাল তৈরির পরে সে হাঁপিয়ে উঠেছে।

তুমি কি রবিকে বলতে পারবে যে সে আসলে মোট কতটি সিগনাল তৈরি করতে পারবে?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১১.১২.২০২০) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।

সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।