সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৮

সাগর জুয়েলার্স এর গয়নার নকশাকার জনাব পিকাসো সরকার একটি গলার হার তৈরির পরিকল্পনা করছেন। হারটি স্বর্ণের ব্যান্ডের উপর মুক্তা বসিয়ে তৈরি করা হবে। তার কাছে 9 টি ভিন্ন ধরনের (ভিন্ন আকার ও রং এর) মুক্তা রয়েছে। তিনি এই মুক্তগুলো একটি বৃত্তাকার ব্যান্ডে লাগিয়ে হারটি তৈরি করার সিদ্ধান্ত নিলেন। পিকাসো সাহেব মুক্তাগুলোকে সম্ভাব্য সকল উপায়ে সাজিয়ে প্রত্যেক সজ্জার একটি করে ছবি তুললেন এবং ছবিগুলো সাগর জুয়েলার্স এর প্রোডাক্ট ম্যানেজার লিওনার্দো সরকারের কাছে পাঠালেন। প্রত্যেক ছবির আকার 5 মেগাবাইট হলে, ছবিগুলো পাঠাতে পিকাসোর মোট কত মেগাবাইট ইন্টারনেট ডেটা খরচ হবে?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১৮.১২.২০২০) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।

সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।