সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৯

জুবায়ের সোহেল কিছু টাকা নিয়ে (প্রারম্ভিক মূলধন) ব্যবসায় নামলো। সে খুব দ্রুত ভালো লাভ করলো এবং যত টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল মুলধনকে 1 মাসের মধ্যে ততগুন করে ফেললো। তবে দু:খের কথা এই যে বাজারের চাঁদাবাজদেরকে তার প্রারম্ভিক মূলধনের 20 গুন টাকা চাঁদা দিতে হয়েছে। অবশ্য সে বাড়ি ফেরার পথে একটা লটারি কিনে 500 টাকা জিতেছে। এতে তার কিছুটা হালকা লাগছে।

বাড়ি ফিরে সে তার সমস্ত টাকা গুনে দেখল। উপরের হিসাব অনুযায়ী তার কাছে সর্বনিম্ন কত টাকা থাকা সম্ভব? আর যদি গুনে দেখা যায় যে তার কাছে সেই সর্বনিম্ন পরিমান টাকাই আছে, তাহলে সে কত টাকা নিয়ে ব্যবসা করতে নেমেছিল?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৫.১২.২০২০) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।

সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।