সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩৩
রেজা একদিন ঘুম থেকে উঠেই টের পেলো যে কোথাও একটা গোলমাল আছে। সব কিছু কেমন যেন অন্যরকম। তবে সে পরিষ্কার করে বুঝে উঠতে পারছে না। ১০ টার সময় রেজাকে তার বাবা ডেকে একটা ব্যাংক নোট দিয়ে বললেন ব্যাংক থেকে ভাংতি করে আনতে। রেজাকে তিনি বারবার বলে দিলেন যেন ভাংতি নোটের পরিমান যতটা সম্ভব কম হয়। রেজা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা হলো। এভাবে বারবার টাকা ভাংতি করতে তার ভালো লাগেনা।
রেজা ব্যাংকে গিয়ে দেখলো সেখানে কেবল ১টাকা, ৫ টাকা, ৮ টাকা, ১১ টাকা, ২১ টাকা আর ৫১ টাকার নোট আছে। দেখে তো তার চোখ কপালে উঠলো! একি কান্ড! সে তার নিজের পকেটের নোটটার দিকে তাকিয়ে আরো অবাক হলো। ১০৪০ টাকার নোট! সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে কাউন্টারে বসে থাকা ব্যাংক কর্মকর্তাকে আমতা আমতা করে বলল, ” আংকেল, আমাকে ১০৪০ টাকা এমন ভাবে ভাংতি করে দিন যেন ভাংতি নোটের সংখ্যা সর্বনিম্ন হয়”।
ব্যাংক কর্মকর্তা তার ১০৪০ টাকার নোট দেখে বিন্দুমাত্র অবাক হলেন না। তিনি নোটটা ভাংতি করে ভাংতি নোট গুলো রেজাকে দিলেন। রেজা মন্ত্রমুগ্ধের মতো ব্যাংক থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা হল। ভাংতি করার পর রেজার কাছে মোট কতটি নোট হলো?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (০২.০৪.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।
