সাপ্তাহিক গণিত চিন্তা – ৪৬
নিলয় পাল রাজশাহীতে ঘুরতে এসে বেশ প্রব্লেম এ পড়েছে। সে এখানে টাকা দিয়ে কিছুই কিনতে পারছেনা। এখানে কোনো কিছু কিনতে হলে কোনো গাণিতিক প্রশ্নের সমাধান দিতে হয়। তবে তার বেশ ভালো লেগেছে কারণ সে গণিত প্রেমিক। এই শহরে এমন কেউ নেই যে গণিত পারে না। যে যত বেশি গণিত পারে সে তত বেশি বড়লোক। আর যে কম গণিত পারে সে গরিব। এখন আম এর সময় আর রাজশাহীর আম খুব বিখ্যাত। আম দেখে নিলয় এর খুব আম খেতে ইচ্ছে হয়েছে। ১ কেজি আম এর দাম জিজ্ঞাসা করতেই আম এর দোকানদার নিলয়কে একটা গাণিতিক প্রশ্ন করে বসলো। উত্তর দিতে পারলেই নিলয় ঐ ১ কেজি আম নিতে পারবে তাছাড়া পারবে না। প্রশ্ন টা হলো যে, “10200 থেকে 1072000 এর মধ্যে কত গুলো সংখ্যা আছে যা 727 এর গুণিতক”।
নিলয় আম এর দোকানের পাশে বসে পড়ল খাতা কলম নিয়ে। আম তার চাইই চাই। তোমরাও চাইলে নিলয় এর আম খাওয়ার ইচ্ছে পূরণ করতে সাহায্য করতে পারো এই প্রশ্নের উত্তর দিয়ে।
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (০৯.০৭.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

