সাপ্তাহিক গণিত চিন্তা: ০০৬
শাকিল আজ একটা বিজ্ঞান সম্পর্কিত ম্যাগাজিন নিয়ে বসেছে। সে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কফি খেতে খেতে প্রতিদিন ৫ পৃষ্ঠা ম্যাগাজিন পরে। এটা তার অনেক দিনের অভ্যাস।
ম্যাগাজিন টা পড়তে পড়তে একটা গণিত সম্পর্কিত মজার প্রশ্ন চোখে পরলো তার। তার ৫ পৃষ্টা পড়া শেষ হলে, সে সেটা নিয়ে চিন্তা করতে শুরু করলো।
প্রশ্ন টা এমন ছিলো যে, “শুরুতেই তোমার কাছে একটি সংখ্যা ১ আছে। ১ থেকে শুরু করে ৩১ সংখ্যা পর্যন্ত যেতে হবে। যাবার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তোমার কাছে যা আছে তার সাথে ১ যোগ করে অথবা ৩ গুণ করে আগাতে হবে। সর্বনিম্ন কত বারে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব?”
তোমারা যদি কেও এই সমস্যার সমাধার করতে পারো, তাহলে নিচের বক্সে তোমার উত্তর জানাও।
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার(২৫.০৯.২০২০) রাত ১১ টা পর্যন্ত। শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে।
