সাপ্তাহিক গণিত চিন্তা – ৭০ – (O)

[এই প্রশ্নটি একাদশ/O Level বা তদূর্ধ্ব ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তবে যে কেউ এই প্রশ্নের উত্তর জমা দিতে পারবে]

উপরের ছবিতে ABCD এর বর্গক্ষেত্র। এর BC বাহুর উপরে F একটি বিন্দু। DEC ত্রিভুজটি সমবাহু এবং BE ও EF পরস্পর সমান।

প্রশ্ন হলো, উপরের শর্ত অনুযায়ী, CEF কোণটির মান কত?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৮.০১.২০২২) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।