সাপ্তাহিক গণিত চিন্তা – ৭১ – (O), এর সমাধান

প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৭১ – (O)

এই প্রশ্নের সমাধান একই সাথে খুব সহজ এবং খুব কঠিন।

সহজ এই অর্থে যে, ক ও খ কোন প্রশ্নের উত্তরই প্রদত্ত তথ্য অনুযায়ী দেওয়া সম্ভব নয়। কাজেই সঠিক উত্তর হবে: নির্ণয় সম্ভব নয়।

আর কঠিন এই অর্থে যে, কেন সুস্পষ্ট কোন উত্তর সম্ভব নয় সেটা নির্ণয়। দুটি প্রশ্নের সুস্পষ্ট উত্তরই ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের উপর নির্ভরশীল। যেহেতু এখানে দৈর্ঘ্য ও প্রস্থের কোন মানই দেওয়া নেই কাজেই উত্তর দেওয়াও সম্ভব নয়।

সব সময় সব প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে।

সঠিক উত্তর দাতা দের নাম:
1. সারওয়ার হোসেন – বরগুনা
2. লিটু তালুকদার – রাংগামাটি
3. মুনইমু চৌধুরী – গাজিপুর
4. মাদিহা সরফরাজ – চুয়াডাংগা
5. আকরাম মিয়া – কুমিল্লা
6. প্রশান্ত বড়ুয়া – ঢাকা