সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৮ – (A)
[এই প্রশ্নটি এসএসসি/O Level বা তার চেয়ে নিচের ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তবে যে কেউ এই প্রশ্নের উত্তর জমা দিতে পারবে]
২০২২ সংখ্যাটি বেশ মজার। এর যে কোন দুইটি পাশাপাশি অংক পরপর নিয়ে যে সংখ্যাগুলো গঠন করা যায় ( ২০, ০২, ২২) তারা প্রত্যেকেই ২ দ্বারা বিভাজ্য।
প্রশ্ন হলো, সবচেয়ে বড় কোন সংখ্যাটির দুইটি পাশাপাশি অংক পরপর নিয়ে যে সংখ্যাগুলো গঠন করা যায়, তারা সকলেই পূর্ণবর্গ?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (০৭.০১.২০২২ ১৪.০১.২০২২) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।
