সাপ্তাহিক গণিত চিন্তা – ০২৩
7 টা ও 8 টার মধ্যে ঠিক কোন সময়ে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটা ঠিক 180 ডিগ্রি কোণে থাকে?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২২.০১.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।
সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।
