সাপ্তাহিক গণিত চিন্তা – ০২৭

প্রবলেম সেটার: সিদ্ধার্থ ঘোষ

স্থানটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (প্যারিস রোড)। রাস্তায় হাঁটছে দুই বন্ধু মনি আর জয়। তাদের আলোচনার বিষয়ের কোনো শেষ নেই। কখনো বিজ্ঞান, কখনো গণিত, সাহিত্য, দর্শন আরো যে কত কি তা বলে শেষ করা শক্ত। তবে আজ তারা কি নিয়ে আলোচনা করবে তা তারা গুছিয়ে উঠতে পারছিলো না। এমন সময় অকাল বর্ষা তাদের এই দুরবস্থা দেখে কাঁদতে শুরু করলো। মনি আর জয় দ্রুত আশ্রয় নিলো রাস্তার পাশে থাকা গাছটির নিচে। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে গাছের নিচে। এর মধ্যেই মনির মাথাই একটা গণিত চলে আসতেই, সে জয় কে বললো আজ কের আলোচনার বিষয় গণিত। গণিত এর নাম শুনলে জয় একটু বেশি খুশি হয় কারণ এটা তার প্রিয় বিষয়। আচ্ছা তাহলে শুরু কর।

মনি: দেখ জয় ঐ সামনের গাছের একটা ডালে ৮ টি পাখি বসে আছে।

জয়: Yes… So…

মনি: ধরি এই ৮ টি মধ্যে ৪ টি লাল রং এর এবং ৪ টি নীল রং এর পাখি আছে।

জয়: আচ্ছা তাই ধরলাম, তারপর?

মনি: যদি এই পাখি গুলোর মধ্যে থেকে যে কোন দুটি পাখি উড়ে যায়। তাহলে যেই দুইটি পাখি উড়ে যাবে তার মধ্যে উভয় পাখি নীল রং হবার সম্ভবনা কত?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১৯.০২.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।