সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩২

রেজাকে তার বাবা ১২৩৫ টাকা দিয়ে ব্যাংকে পাঠালেন ভাংতি করে আনার জন্য। রেজাকে তিনি বারবার বলে দিলেন যেন ভাংতি নোটের পরিমান যতটা সম্ভব কম হয়।

রেজা ব্যাংকে গিয়ে দেখলো সেখানে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ টাকার নোট আছে। ব্যাংক কর্মকর্তাকে সে বলল, ” আংকেল, আমাকে ১২৩৫ টাকা এমন ভাবে ভাংতি করে দিন যেন ভাংতি নোটের সংখ্যা সর্বনিম্ন হয়”।

ব্যাংক কর্মকর্তা তাকে ভাংতি করে নোট গুলো দিলো। ভাংতি করার পর রেজার কাছে কতটি নোট হলো?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৬.০৩.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।