সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩১, এর সমাধান

প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩১

সবচেয়ে ছোট টুকরাটি যতটা সম্ভব বড় হতে হলে প্রত্যেকে যতটা সম্ভব কাছাকাছি ওজনের দুইটা টুকরা পাবে।

এখন একেকজন অতিথি পিজা পাবে=১টি পিজার ৩৬/৩২৩ অংশ
= ১ টি পিজার (১৭+১৯)/৩২৩ অংশ
= ১ টি পিজার (১৭/৩২৩ + ১৯/৩২৩) অংশ
= ১ টি পিজার (১/১৯ + ১/১৭) অংশ

অর্থাৎ প্রত্যেকে দুই টুকরা করে পিজা পেলে একটা টুকরা হবে ১টি পিজার ১/১৯ অংশ, অন্য টুকরাটি হবে ১/১৭ অংশ। তাই ছোট টুকরাটির সর্বোচ্চ সম্ভাব্য ওজন হবে= ১ কেজি ৪৮২ গ্রাম এর ১/১৯
= ১৪৮২ গ্রাম এর ১/১৯ = ৭৮ গ্রাম।

সঠিক উত্তর দাতা দের নাম:
১. Tasmia Tarannum Suhi – Dhaka