সাপ্তাহিক গণিত চিন্তা – ৪৮
সাগর সরকারের কাছে তার বন্ধু জুবায়ের সোহেল কিছু আম চেয়েছে। সাগর রাজশাহীর ছেলে। সে বিভিন্ন বাগান ঘুরে ৩ ঝুড়ি আম জোগাড় করে ফেললো। প্রত্যেক ঝুড়িতে ৩০ টি করে আম ছিলো (কোন ঝুড়িতেই ৩০ টির বেশি আম ধরে না)।
আম নিয়ে গাড়িতে ওঠার পরে সাগর জানতে পারলো যে লকডাউনের জন্য রাস্তায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসেছে এবং প্রত্যেক চেকপোস্টে প্রত্যেক আম বহনকারী ঝুড়ির জন্য ১ টি করে আম জরিমানা হিসেবে দিতে হবে। তার মনটা খারাপ হয়ে গেলো।
জুবায়েরের কাছে পৌছাতে সাগরকে ৩০ টি চেকপোস্ট পার হতে হলো।
ক) জুবায়েরের কাছে সর্বনিম্ন কতটি আম পৌঁছাবে?
খ) জুবায়েরের কাছে সর্বোচ্চ কতটি আম পৌঁছাবে?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৩.০৭.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

