সাপ্তাহিক গণিত চিন্তা – ৬০ – (O)

[এই প্রশ্নটি একাদশ/O Level বা তদূর্ধ্ব ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তবে যে কেউ এই প্রশ্নের উত্তর জমা দিতে পারবে]

প্রদত্ত চিত্রে একটি সমতলের অংশ বিশেষের ছবি দেওয়া আছে। সমতলটি সব দিকে অসীম পর্যন্ত বিস্তৃত।

সমতলে ষড়ভুজাকৃতির দুই ধরনের টালি দিয়ে আবৃত করে নকশা কাটা আছে: সাদা ও কালো টালি।

প্রশ্ন হচ্ছে, অসীম সমতলের শতকরা কত অংশ কালো টালি দিয়ে আবৃত?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৯.১০.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।