সাপ্তাহিক গণিত চিন্তা – ৬০ – (A), এর সমাধান
প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৬০ – (A)
আম ও জামের অনুপাত 3:8। কাজেই ধরে নেওয়া যায় যে আমের সংখ্যা 3x এবং জামের সংখ্যা 8x, যেখানে x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা।
এখন প্রশ্নের দ্বিতীয় শর্ত অনুযায়ী,
(3x – 1):8x = 1:3
অর্থাৎ, 3(3x -1) = 8x
বা, 9x -3 = 8x
বা, x = 3
অতএব, জামের সংখ্যা 8x = 8 × 3 = 24 টি
সঠিক উত্তর দাতা দের নাম:
1. RUSSELL ABDULLAH – South 24 Pgs
2. Jubayer Ahmed – Moulvibazar
3. Bishnu Das – Panchagarh
4. ABDUR RAHMAN NAHID – Kushtia
5. দেবাশীষ চক্রবর্তী – ঝিনাইদহ
