সাপ্তাহিক গণিত চিন্তা: ০০৭

মেহেদির কাছে ৮১০০০০ টি লজেন্স আছে। সে একদল বাচ্চাদের মধ্যে এই লজেন্স ভাগ করে দিতে চায়। তবে শর্ত হচ্ছে বাচ্চাদের এমনভাবে দল বেঁধে তার কাছে যেতে হবে যেন সে ঐ দলের সবাইকে সমান সংখ্যক চকোলেট দিতে পারে। বাচ্চারা মোট কত উপায়ে দল বেঁধে মেহেদির কাছে যেতে পারবে?

এক দলে ১ জন বাচ্চাও থাকতে পারে আবার ৮১০০০০ জন বাচ্চাও থাকতে পারে।

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (০২.১০.২০২০) রাত ১১ টা পর্যন্ত। শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।