সাপ্তাহিক গণিত চিন্তা: ০০৯
তিনটি অশূন্য স্বাভাবিক সংখ্যা a, b, c সমান্তর প্রগমণ ( Arithmetic Progression ) এ আছে। যদি তাদের বিপরিতক ( inverse ) 1/a, 1/b, 1/c ও সমান্তর প্রগমনে থাকে তাহলে a, b ও c এর মধ্যে সম্ভাব্য সম্পর্ক কি হবে?
সমান্তর প্রগমণ হচ্ছে এমন এক ধরণের ধারা যেখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য সব সময় সমান হবে।
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১৬.১০.২০২০) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।
