সাপ্তাহিক গণিত চিন্তা – ৫৯ – (A), এর সমাধান
প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৫৯ – (A)
প্রতিটি গ্রুপ থেকে 2 জন করে বাদ যাবে। আর 1 জন বিজয়ী নির্ধারনের জন্য মোট 80 জনকে বাদ পড়তে হবে। কাজেই মোট 40 টি গ্রুপে প্রতিযোগিতা হতে হবে। এবং 40 টি প্রশ্ন প্রয়োজন হবে।
খ এর প্রশ্নটি বিবেচনা করলে দেখা যায় যে, ২২৫ মিনিট মানে হচ্ছে ৩ ঘন্টা ৪৫ মিনিট। মধ্যরাতের ৩ ঘন্টা আগে ঘড়িতে বাজবে ২১:০০। আর তার চেয়েও ৪৫ মিনিট আগে ২০:১৫।
কাজেই সঠিক উত্তর হবে,
ক) 40
খ) 20:15
সঠিক উত্তর দাতা দের নাম:
1. দেবাশীষ চক্রবর্তী – ঝিনাইদহ
2. RUSSELL ABDULLAH – South 24 Pgs
“ক” এর সঠিক উত্তর দিয়েছে,
1. Niloy Paul – Mymensingh
2. Adnan Hussain – সিলেট
“খ” এর সঠিক উত্তর দিয়েছে,
1. ABDUR RAHMAN NAHID – Kushtia
