সাপ্তাহিক গণিত চিন্তা – ৬০ – (O), এর সমাধান
প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৬০ – (O)
একটু খেয়াল করলেই বোঝা যায় যে, সমগ্র নকশাটি আসলে নিচের চিত্রের মতো নকশার সমন্বিত রূপ মাত্র:

চিত্র থেকে দেখা যাচ্ছে যে মোট 8 টি টালি আছে এবং তার মধ্যে 1 টি মাত্র কালো টালি।
কাজেই এই ক্ষুদ্র অংশে কালো টালির শতকরা পরিমান (1/8) × 100% বা 12.5%
যেহেতু পুরো সমতলটি অসীম পর্যন্ত বিস্তৃত এবং পুরো সমতলই চিত্রের নকশা দিয়ে তৈরী, সেহেতু পুরো সমতলে কালো টালির শতকরা পরিমানও হবে 12.5%
সঠিক উত্তর: 12.5%
সঠিক উত্তর দাতা দের নাম:
এই প্রশ্নের পূর্ণাঙ্গ সঠিক উত্তর কেউই দিতে পারে নি।
