সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৫ – (O), এর সমাধান
দেওয়া আছে,
P সেটে 5x – p <= 0 বা, x <= p/5
এবং Q সেটে 6x – q > 0 বা, x > q/6
কাজেই, প্রদত্ত শর্ত পূরনের জন্য,
1<= q/6 < 2 এবং 4 <= p/5 < 5 হতে হবে।
অর্থাৎ, 6<= q < 12 এবং 20<=p<25 হবে।
অতএব, p ও q এর সম্ভাব্য মান সংখ্যা যথাক্রমে 5 ও 6 টি।
অতএব, (p, q) ক্রমজোড় এর সংখ্যা = 5 × 6 = 30 টি।
সঠিক উত্তর: 30
সঠিক উত্তর দাতা দের নাম:
1. Suvash Roy – Dinajpur
