সাপ্তাহিক গণিত চিন্তা: ০০১
৫ আর ৭ দুইটি মৌলিক সংখ্যা। এদের কিছু বিশেষ গুন আছে। এরা লাফ দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে খুব দ্রুত। এরা কথাও বলতে পারে, কিন্তু শুধু নিজেদের মধ্যে। এরা মানুষ এর কথাও শুনতে পায়। এরা খুব সুন্দর করে হাসে। মাঝে মাঝে কিছু বাচ্চারা এদেরকে দেখতে পায়। বাচ্চারা দেখে যে সংখ্যা দুইজন রাস্তা দিয়ে হাটা হাটি করছে বা মারামারি করছে বা একজন আরেক জনের পিছনে দৌড়াচ্ছে। সব সময় এদের দেখা যায় না। অনেক বাচ্চার কাছে শুনেছি ৫ এর গায়ের রঙ সবুজ আর ৭ এর গায়ের রং লাল। এরা পৃথিবীর বাইরে থেকেও খুব সহজেই ঘুরে আসতে পারে। কিন্তু তারা বেশিরভাগ সময় পৃথিবীতেই থাকে। পৃথিবী তাদের কাছে খুব প্রিয়। তাদের স্মৃতিশক্তিও অনেক ভালো। একবার যা দেখে বা শোনে তা আর কোনদিন ভুলে না।
একদিন ৫ আর ৭ নিজেরাই তাদের একটি করে নাম রাখল। ৫ এসে ৭ কে বললো, “তুই আর আমাকে ৫ বলে ডাকবি না। আমি আমার নিজের একটা নাম রেখেছি। আমা
কে আজ থেকে মিতু বলে ডাকবি”। ৫ এর কথা শুনে ৭ বললো, ” তাহলে আমিও নিজের একটি নাম রাখতে চাই। আজ থেকে আমার নাম লিটু”।
তারপর থেকে এরা আর কেও কাওকে ৫ বা ৭ বলে ডাকেনি।
মিতু আর লিটু হঠাৎ করে একদিন লম্বা এক রাস্তার সামনে এসে দাড়ালো। রাস্তার দুই পাশে সারি সারি বিভিন্ন রকম ফুলের গাছ। কিন্তু মজার ব্যাপার হলো একটি ফুলও রাস্তায় পরে নেই। মনে হয় প্রতিদিন এই রাস্তা কেও পরিষ্কার করে।
লিটু বললো “চল একটা খেলা খেলি। এই যে আমারা যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে শূন্য নম্বর ঘর ধরি। আর যেহেতু আমি ৭ তাই আমি এখান থেকে ৭ ঘর পর পর লাফ দিবো আর তুই ৫ ঘর পর পর লাফ দিবি। আমি প্রতিবার লাফ দিয়ে ২ টি করে ফুল গাছ থেকে পারবো আর যে ঘরে নামবো সেই ঘরে ফুল গুলো রেখে আবার লাফ দিবো। যেমন, ০ এর ঘর থেকে লাফ দিয়ে ৭ এর ঘর এ ২ টা ফুল রাখবো আবার ৭ এর ঘর থেকে লাফ দিয়ে ১৪ এর ঘর এ ২ টা ফুল রাখবো। তুইও ৫ ঘর পর পর লাফ দিবি কিন্তু কোন গাছ থেকে ফুল ছিঁড়তে পারবি না। তুই ৫ ঘর পর পর লাফ দিতে দিতে মাঝে মাঝে আমার কিছু লাফ দেয়া ঘর এর সাথে তোর ঘরও মিলে যাবে। তখন তুই আমার রেখে দেওয়া ফুল গুলো তুলে নিয়ে জমা করবি। আমার ঘর এর সাথে তোর যেই সব ঘর এর মিল থাকবে না সেই সব ঘর থেকে তুই ফুল নিতে পারবি না। তবে লাফ দিতে দিতে থামা যাবে না, থেমে গেলেই সেখানেই গেম শেষ। আর যেহেতু আমি ৭ ঘর পর পর লাফ দিবো আমি সব সময় তোর থেকে থেকে আগেই থাকবো”।
তারা গেম শুরু করলো শূন্যের ঘর থেকে। দুই জন এক সাথে লাফ দিলো।
০,৫,১০,…………..
০,৭,১৪,……………
মিতু আর লিটু মনের আনন্দে লাফ দিচ্ছে। এর আগে এতো ধরনের ফুল তারা দেখেনি। তারা যতই দেখছে ততই অবাক হচ্ছে।। এখানে কত রকম এর গাছ! জবা গাছ আছে, আছে কত রকম এর গোলাপ, আছে করবি বিভিন্ন রঙ এর, আছে বকুল ফুল, আছে কৃষ্ণচূড়া, আরো আরো কত রকম এর ফুল যাদের নাম ও জানে না তারা। কি যে অদ্ভুত সৌন্দর্য তাদের সামনে ভাসছে, তা কেও কল্পনাও করতে পারবে না।
মিতু ১০৫৭ বার লাফ দেয়ার পর হঠাৎ একটা গাছ এর ডালে বেঁধে গেলে পরে গেলো। আর নিয়ম অনুযায়ী সেখানেই সে থেমে গেলো।। মিতু পরে গিয়েছে কিন্তু ব্যাথা পায়নি। সংখ্যারা কখনো ব্যাথা পায়না।
মিতু ফুল গুলো পেয়ে অনেক খুশি। মিতু তার ফুল গুলো মাটিতে রাখলো এবং তারা দুই জন মিলে ফুল গুলো দেখতে থাকলো আর সুবাস গ্রহণ করতে থাকলো।
মিতু কয়টি ফুল লিটুর ঘর থেকে তুলে নিতে পেরেছিলো?
========================================
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার(২১.০৮.২০২০) বিকাল ৫ টা পর্যন্ত। শনিবারে প্রথম ৩ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন কুইজ দেওয়া হবে।
সঠিক উত্তর দাতা প্রথম ৩ জন,
১। Nasrin Akter Dolon – Dhaka
২। লিসা – Dhaka
৩। Shahriar Amin Arif – Sylhet, Sylhet Govt. Pilot High School, Class 7
