সাপ্তাহিক গণিত চিন্তা – ০১২
পিপলি সরকারের বিয়ে হচ্ছে না। তাই সে এক বছর জুন মাসে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলল, “হে ঠাকুর, তুমি যা চাও, আমি তাই দেবো। আমার বিয়েটা যেন এবার হয়। দয়া কর, এই অভাগীকে”।
সেই রাতেই পিপলি স্বপন দেখল ঠাকুর তাকে বলছে, ” আগামী মাসের 1 তারিখ থেকে নিয়মিত আমার মন্দিরে দান করবি। প্রথম দিন 1 টাকা, পরের দিন তার দ্বিগুণ মানে দুই টাকা, তার পরের দিন আগের দিনের দ্বিগুণ মানে চার টাকা, এভাবে। বুঝলি ?”
“ বুঝেছি ঠাকুর। এভাবে কতদিন দান করতে হবে ?”, পিপলি জিজ্ঞেস করলো ।
“ ঠিক দুই মাস । তাতেই কাজ হবে”, ঠাকুর উত্তর দিলেন।
পিপলি তাই করল। পরের মাসের 1 তারিখেই সে 1 টাকা দিয়ে দান করা শুরু করল। এবং এর পর দুই মাস প্রত্যেক দিন আগের দিনের দ্বিগুণ টাকা মন্দিরে দান করে এল। দুই মাস যেদিন শেষ হল, ঠিক তার পরের দিন , সেপ্টেম্বরের 1 তারিখে পিপলি সরকারের বিয়ে হয়ে গেল।
দানের টাকা মন্দিরের পূজারীর কাছে জমা ছিল। ঠাকুর এবার পূজারীকে ডেকে বললেন, “ যা। ঐ টাকা দিয়ে স্বর্ণ কিনে নিয়ে আয় । “
পূজারী স্বর্ণ কিনতে গিয়ে দেখল প্রতি দশ গ্রাম স্বর্ণ ৬৫৫৩৬ টাকায় বিক্রি হচ্ছে! বাপরে বাপ ! তবুও সে স্বর্ণ কিনলো । কেনার পর সে নতুন সমস্যায় পড়ল। নিরাপদে স্বর্ণ বহন করার জন্য যানবাহন দরকার। সে বাজারের বড় পরিবহন ব্যবসায়ী জগৎ শেঠ এর কাছে গেল। জগৎ শেঠ তাকে অভয় দিয়ে বলল, “ আপনি একদম চিন্তা করবেন না। আমি একটা ৫ টনি ট্রাক দিয়ে দিচ্ছি। সেটা আপনাকে আর আপনার সব স্বর্ণ মন্দিরে পৌছে দিয়ে আসবে। কেউ কিচ্ছু টের পাবে না।“
যদি একবার ট্রাক বোঝাই করে (ট্রাকের ধারণ ক্ষমতার সমান) স্বর্ণ তুলতে, ট্রাক নিয়ে মন্দিরে যেতে এবং তারপর আবার স্বর্ণের দোকানে ফিরে আসতে মাত্র ১ সেকেন্ড সময় লাগে তাহলে সব স্বর্ণ সহ পূজারীকে মন্দিরে দিয়ে আবার ফিরে আসতে ট্রাক চালকের কত সময় লাগবে?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (০৭.১১.২০২০) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।
সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।
