সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৩
নাদিম রাজশাহী শহরে ঘুরতে গিয়েছে। সে এই শহরে গিয়ে বেশ অবাক হয়েছে। সে টিভিতে যা দেখেছে বা শুনেছে তার থেকেও এখানকার মানুষ সময়ের ব্যাপারে খুব সচেতন। নাদিম এর কাছে দেখে মনে হয়েছে এরা প্রায় মেশিন এর মত চলা ফেরা করে। এদের কাছে ১ সেকেন্ড এর গুরুত্বও অনেক।
আর নাদিম, সারা দিনে হাজার হাজার সেকেন্ড সময় নষ্ট করে। তার সাথে তার বন্ধুরাও।
নাদিম এখন একটা বাস স্ট্যান্ডের পাশের কফি শপ এর সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছে। আসে পাশের সবাই মেশিন এর মত কফি খাচ্ছে, তবে সে যেমম ঠিক তেমন ভাবেই হেলে দুলে আশেপাশের জিনিস দেখছে আর খাচ্ছে।
হঠাৎ করে একটা বাস এসে থামলো বাস স্ট্যান্ডের সামনে। সাথে সাথেই স্ট্যান্ডে দাঁড়ানো প্রায় সবগুলো মানুষ এক লাইনে দাঁড়িয়ে গেলো। বাসের দরজা খুলতেই, মানুষ বাসে উঠতে শুরু করলো। প্রত্যেক জনের বাসে উঠতে সময় লাগছে ১ সেকেন্ড, সিটের কাছে পৌছাতে সময় লাগে ১ সেকেন্ড আর সিট এ বসতে সময় লাগে ১ সেকেন্ড। সব গুলো মানুষ এর বাসে উঠতে সময় লেগেছিলো ১ মিনিট ২৫ সেকেন্ড।
নাদিম পুরো বিষয়টা খুব ভাল করেছে লক্ষ্য করেছে। তারা ১ সেকেন্ড ও নষ্ট করেনি বাসে উঠে বসতে।
নাদিম কে কফি সপ এর মালিক জিজ্ঞাসা করেছিলো। বলেন তো কত জন মানুষ এই বাসে উঠেছে। নাদিম খুব সহজেই উত্তর দিতে পেরেছিলো।
আপনার কি বলতে পারবেন নাদিম উত্তর টা কি ছিলো?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১৩.১১.২০২০) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, নতুন সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যা সমাধান দেওয়া হবে।
সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।

[…] প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ০১৩ […]