সাপ্তাহিক গণিত চিন্তা – ০২৬

পূর্ণ সংখ্যা A কে পূর্ন সংখ্যা B দিয়ে ভাগ করা হলে ভাগফল C এবং ভাগশেষ D হয়। যদি A হতে C ও D এর যোগফল বিয়োগ করা হয়, তাহলে A এর মান অপরিবর্তিত থাকে।

ক) A এর মান কত?
খ) B এর মান কত?
গ) C এর মান কত?
ঘ) D এর মান কত?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১২.০২.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

সাপ্তাহিক গণিত চিন্তার পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।