সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩৫

n একটি ধনাত্মক পূর্ণসংখ্যা এবং n>1। n কে বর্গ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার অংক গুলোর যোগফল n/10 হয়। n এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১৬.০৪.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।