সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩৫, এর সমাধান
প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩৫
যেহেতু সর্বনিম্ন মান বের করতে বলা হয়েছে এবং n>1 সেহেতু n এর মান 2 থেকে বসিয়ে যেতে যেতে n=10 বসিয়ে পাওয়া যায় 10^2=100
অর্থাৎ 10^2 করার পর এর অংক গুলোর সমষ্টি 1+0+0 = 1
এবং n/10 হলো 10/10 = 1
অর্থাৎ n কে বর্গ করার পর এর অংকগুলোর সমষ্টি ও n/10 এর মান সমান হওয়ার শর্তটি 10 এর ক্ষেত্রে সিদ্ধ। 1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট আর কোনো ধনাত্বক পুর্ণসংখ্যা দিয়ে এটি সিদ্ধ নয়।
অর্থাৎ n এর সর্বনিম্ন মান 10
সুতরাং সঠিক উত্তর: 10
সঠিক উত্তর দাতা দের নাম:
1. Md. Abu Bokor Siddik – Bogura
2. Niloy Paul – Mymensingh
3. Parthib Mojumder – Sylhet
4. Jubayer Ahmed – Moulvibazar
5. নাঈম আহমেদ – Sylhet
6. Saikat talukdar – Sunamganj
7. Sultana Zaman Sajim – Sylhet
8 .Nusrat Zaman Meem – Sylhet
9. Umme Salma Mim – Chattogram
10. Rahul Paul – Chattogram
11. Saliha Bhuiyan Rupa – Sylhet
