সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩৬

মধু ঢালীর বয়স যখন ২০ তখন তার মেয়ে মিষ্টির জন্ম হয়। মধু ঢালী পেশায় একজন নভোচারী। মিষ্টির বয়স যখন ১০ তখন তিনি একটি মহাকাশযানে চেপে আলোর বেগের ৯৯.৫% বেগে পৃথিবী থেকে ১.৯৯ আলোক বর্ষ দূরে একটি গ্রহে গেলেন এবং সেখানে কোন সময় অবস্থান না করেই আবার পৃথিবীতে ফিরে এলেন। পৃথিবীতে ফিরে তিনি দেখলেন যে তার বয়স তার মেয়ে মিষ্টির বয়সের চেয়ে ১৬.০৫ বছর কম।

ক) মধু পৃথিবীতে ফিরে আসার পরে মিষ্টির বয়স কত?
খ) মিষ্টির বয়স যখন ২০ বছর তখন তার ছেলে সন্দেশের জন্ম হয়। মধু যখন প্রথম সন্দেশকে দেখলো তখন সন্দেশ ও মধুর বয়সের পার্থক্য কত?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৩.০৪.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

পূর্ণচিন্তার যেকোনো আপডেট এর জন্য নিচের পেজ এবং গ্রুপ সাথে যুক্ত থাকুন। পূর্ণচিন্তার গ্রুপে মজার মজার গণিত শেয়ার করে সবার চিন্তা বাড়াতে সাহায্য করুন।