সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩৯
মলি, জলি ও পলি তিন বান্ধবী। একদিন বাজার থেকে মলি ৭ টি আম, জলি ৯ টি কমলা ও পলি ১০ টি আপেল কিনলো। তারা প্রত্যেকে নিজের কেনা একটি করে ফল অপর দুইজনকে উপহার হিসেবে দিলো। হিসেব করে দেখা গেলো যে, উপহার আদান প্রদানের পরে প্রত্যেকের ফলের মোট মূল্য সমান। যদি প্রত্যেক ফলের একেকটির মূল্য পূর্ণ সংখ্যায় হয় তাহলে,
ক) সবচেয়ে দামী ফল কোনটি?
খ) সবচেয়ে কম দামী ফল কোনটি?
গ) ফলগুলোর সর্বনিম্ন সম্ভাব্য দাম বিবেচনা করলে, একটি আম, একটি কমলা ও একটি আপেলের মোট দাম কত?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (১৪.০৫.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

