সাপ্তাহিক গণিত চিন্তা – ৪১

কোন এক বছর একজন পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন। তিনি পুরস্কার গ্রহনের সময় প্রদত্ত বক্তৃতায় বললেন, ” আমি জানতাম যে এই বছর আমি নোবেল পাবো। কারন এই বছর আমার বয়স যত, এই সালের বর্গমূলও ঠিক তত”। তিনি আরো অনেক কথা বলার পরে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে একটি গাণিতিক ধাধা দিলেন। ধাধাটি এমন,

কোনো সংখ্যা থেকে তার বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল একটি মৌলিক সংখ্যা হয়। ০ থেকে ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯ পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে?

প্রশ্ন হলো,

ক) পদার্থবিজ্ঞানী কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন?
খ) পদার্থবিজ্ঞানীর জন্ম কত সালে?
গ) ধাধাটির উত্তর কত?

উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৮.০৫.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।