সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৪ – (O)
[এই প্রশ্নটি একাদশ/O Level বা তদূর্ধ্ব ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তবে যে কেউ এই প্রশ্নের উত্তর জমা দিতে পারবে]
রাতুল একদিন হঠাৎ করেই ঠিক করলো যে, তিন অংকের যে সব সংখ্যার মাঝখানের অংকটি বাকি দুই পাশের অংক অপেক্ষা ছোট, সেই সব সংখ্যাকে সে “ভদ্র সংখ্যা” বলে ডাকবে। এরপর সে ভদ্র সংখ্যার তালিকা করতে বসলো।
প্রশ্ন হলো তার তালিকায় মোট কয়টি সংখ্যা ছিলো?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (২৬.১১.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।
