সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৫ – (A)
[এই প্রশ্নটি এসএসসি/O Level বা তার চেয়ে নিচের ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তবে যে কেউ এই প্রশ্নের উত্তর জমা দিতে পারবে]

উপরের চিত্রে একটি সমবাহু ষড়ভুজ এর অভ্যন্তরে একটি সমবাহু পঞ্চভুজ দেখানো আছে। পঞ্চভুজটির মধ্যে আবার একটি বর্গক্ষেত্র আছে।
চিত্রে a, b, c ও d এই চারটি কোণ চিহ্নিত আছে।
প্রশ্ন হলো a+b+c+d এর মান কত হবে?
উত্তর দেবার শেষ সময় আগামি শুক্রবার (০৩.১২.২০২১ ১০.১২.২০২১) রাত ১১ টা পর্যন্ত। আগামী শনিবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, এই সমস্যা সমাধান দেওয়া হবে এবং নতুন সমস্যা দেওয়া হবে রাত ১০ টায়।

