সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩০, এর সমাধান
প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ০৩০
এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটি উপপাদ্য জানতে হবে যার নাম “গাণিতিক গড়-জ্যামিতিক গড় উপপাদ্য”। এই উপপাদ্য অনুযায়ী,
কয়েকটি সংখ্যার গাণিতিক গড়, তাদের জ্যামিতিক গড়ের সমান বা তার থেকে বেশি।
গাণিতিক ভাবে প্রকাশ করলে,
x, y ও z তিনটি সংখ্যা হলে, (x+y+z)/3 >= (xyz)^(1/3)
এখন আমরা আমাদের মূল সমস্যার সমাধানে আসি। তিনজনের টাকার পরিমান যথাক্রমে a, b ও c টাকা। এবং তাদের মোট টাকার পরিমান 1 টাকা। অর্থাৎ,
a + b + c= 1
এখন, ব্যবসা শেষে a টাকা b গুণ, b টাকা c গুণ এবং c টাকা a গুণ হয়। অর্থাৎ, তাদের মোট টাকা দাঁড়ায় ab + bc +ca। এখান থেকে যদি 2ab*c টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে অবশিষ্ট মোট টাকার পরিমান = ab + bc + ca -2abc
এই টাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ সম্ভাব্য মান আমাদের বের করতে হবে।
এখন,
(1 – 2a)(1-2b)(1-2c)
= (1-2a-2b+4ab)(1-2c)
= (1-2a-2b+4ab-2c+4ca+4bc-8abc)
=1 -2(a+b+c) +4(ab+bc+ca-2abc)
=4(ab+bc+ca-2abc) -1
অতএব, ab+bc+ca – 2abc = {(1 – 2a)(1-2b)(1-2c)/4} +1/4
গাণিতিক গড়-জ্যামিতিক গড় উপপাদ্য থেকে আমরা দেখতে পাই যে,
[{(1 – 2a)+(1-2b)+(1-2c)}/3] >= {(1 – 2a)(1-2b)(1-2c)}^(1/3)
অতএব, (1 – 2a)(1-2b)(1-2c) <= [{(1 – 2a)+(1-2b)+(1-2c)}/3]^3
এখন, [{(1 – 2a)+(1-2b)+(1-2c)}/3]^3
= {(1-2a+1-2b+1-2c)/3}^3
=[{3-2(a+b+c)}/3]^3
= (1/3)^3= 1/27
অতএব, (1 – 2a)(1-2b)(1-2c) <= 1/27
অর্থাৎ, ab + bc + ca – 2abc <= (1/4)*(1/27)+1/4
বা, ab + bc + ca – 2abc <= 7/27
অর্থাৎ তাদের কাছে থাকা টাকার সর্বোচ্চ পরিমান হতে পারে 7/27। আর সর্বনিম্ন সম্ভাব্য পরিমান বের করা বেশ সহজ। কেননা, এই মান হচ্ছে 0। যদি a=0, b=0 এবং c= 1 হয়, তাহলে ab + bc + ca – 2abc=0।
তাই,
১। তাদের কাছে যে টাকা অবশিষ্ট রইলো তার সর্বনিম্ন সম্ভাব্য পরিমান= 0 টাকা
২। তাদের কাছে সর্বোচ্চ 7/27 টাকা অবশিষ্ট থাকা সম্ভব
সঠিক উত্তর দাতা দের নাম:
দু:খজনকভাবে, এই প্রশ্নের সঠিক উত্তর কেউই দিতে পারেননি।

What is Geometric mean?
In mathematics, the geometric mean is a mean or average, which indicates the central tendency or typical value of a set of numbers by using the product of their values (as opposed to the arithmetic mean which uses their sum). The geometric mean is defined as the nth root of the product of n numbers.