সাপ্তাহিক গণিত চিন্তা – ৪৯, এর সমাধান

প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৪৯

৫৬৭৮ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩৮ হয়। অতএব “ফ” এর সাথে ১/৬০ গুণ করলে “প” পাওয়া যাবে। তাছাড়া প্রশ্নেও বলা আছে যে “ফ” হচ্ছে “প” এর উপগুণিতক। অন্য একটা এককের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি। দৈর্ঘ্যের একক মিটার। আর মিটারের উপগুণিতক একক সেন্টিমিটার। এখন, সেন্টিমিটার এর ১০০ গুন এর নাম মিটার। কিন্তু সেন্টিমিটার এককে প্রকাশিত কোন মানকে মিটার এককে নেবার জন্য কিন্তু আমাকে ১০০ দিয়ে গুন করলে হবে না, বরং ১/১০০ দিয়ে গুন করতে হবে।

গুনিতক একক -> উপগুণিতক এককে যাওয়ার জন্য গুনক দিয়ে গুন করতে হয়।
উপগুনিতক একক -> গুনিতক এককে যাওয়ার জন্য ১/গুনক দিয়ে গুন করতে হয়।

SI এককদের মধ্যে সময়ের একক সেকেন্ড ও মিনিট এবং মিনিট ও ঘন্টার মধ্যে এ ধরনের সম্পর্ক বিদ্যমান। তাই সঠিক উত্তর হবে,

ক) সময়
খ) ১/৬০

সঠিক উত্তর দাতা দের নাম:
1. Mehedi Mim – Rangpur
2. RUSSELL ABDULLAH – South 24 Paraanas