সাপ্তাহিক গণিত চিন্তা – ৫৭ – (A), এর সমাধান

প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৫৭ – (A)

প্রথম রাইডের টিকিটের মূল্য ০ টাকা।
শর্তানুসারে,
দ্বিতীয় রাইডের টিকিটের মূল্য (০ × ১০ + ১) = ১ টাকা
তৃতীয় রাইডের টিকিটের মূল্য (১ × ১০ + ১) = ১১ টাকা
চতুর্থ রাইডের টিকিটের মূল্য (১১ × ১০ + ১) = ১১১ টাকা
পঞ্চম রাইডের টিকিটের মূল্য (১১১ × ১০ + ১) = ১১১১ টাকা
ষষ্ঠ রাইডের টিকিটের মূল্য (১১১১ × ১০ + ১)= ১১১১১
সপ্তম রাইডের টিকিটের মূল্য (১১১১১ × ১০ + ১)=১১১১১১
অষ্টম রাইডের টিকিটের মূল্য (১১১১১১ × ১০ + ১) =১১১১১১১
নবম রাইডের টিকিটের মূল্য (১১১১১১১ × ১০ + ১) = ১১১১১১১১

এগুলো যোগ করলে পাওয়া যায় ১২৩৪৫৬৭৮৯

অতএব সঠিক উত্তর:
১২৩৪৫৬৭৮৯

সঠিক উত্তর দাতা দের নাম:
১। রুমানা নিপা – বগুড়া
২। Niloy Paul – Mymensingh
৩। Bishnu Das – Panchagarh
৪। দেবাশীষ চক্রবর্তী – ঝিনাইদহ
৫। Adnan Hussain – Sylhet