সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৬ – (A), এর সমাধান
প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৬ – (A)
এটা বেশ সহজ একটা সমস্যা ছিলো। ধরা যাক, x জন শিশু ছিলো। কাজেই,
প্রথম শর্ত অনুযায়ী, মোট টাকার পরিমান 70x – 20
দ্বিতীয় শর্ত অনুযায়ী, মোট টাকার পরিমান 60x + 210
অতএব,
70x -20 = 60x +210
বা, x = 23
অর্থাৎ, মোট ২৩ জন শিশু ছিলো।
সঠিক উত্তর: ২৩
সঠিক উত্তর দাতা দের নাম:
১। Md. Martuza Ahamad – Kushtia
২। Md Nadim Akhter Siddique – Chuadanga
৩। দেবাশীষ চক্রবর্তী – ঝিনাইদহ
৪। Bishnu Das – Panchagarh
৫। Suvash Roy – Dinajpur
৬। আল-শাহরিয়ার – গাজীপুর
৭। নাদিম হোসাইন – গাজীপুর
৮। সুরাইয়া ইসলাম রিতা – মানিকগঞ্জ
৯। মোনালিসা – টাংগাইল
১০। জাকিয়া তাসনিম – নারায়ণগঞ্জ
১১। তাহসিনা হাসিন – বরিশাল
১২। রেজা চৌধুরী – সিলেট
