সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৬ – (O), এর সমাধান

প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৬ – (O)

সমস্যায় উল্লেখিত ঘটনা ঘটার তিনটি ভিন্ন ভিন্ন উপায় আছে। নিচে উপায়গুলো দেখানো হলোঃ

কাজেই সমস্যায় উল্লেখিত ঘটনা ঘটার সম্ভাবনা = উপায় ১ ঘটার সম্ভাবনা + উপায় ২ঘটার সম্ভাবনা + উপায় ৩ ঘটার সম্ভাবনা
এখন,

উপায় ১ ঘটার সম্ভাবনা = (২/১০) × (৯/১০) × (৯/১০) × (১/১০) = ০.০১৬২
উপায় ২ ঘটার সম্ভাবনা = (৮/১০) × (২/১০) × (৯/১০) × (১/১০) = ০.০১৪৪
উপায় ৩ ঘটার সম্ভাবনা = (৮/১০) × (৮/১০) × (২/১০) × (১/১০) = ০.০১২৮

অতএব, জেনেলিয়ার জন্য চতুর্থ বার বল তোলা শেষে বাক্স হতে সবগুলো কালো বল তুলে ফেলার সম্ভাবনা = ০.০১৬২ + ০.০১৪৪ + ০.০১২৮ = ০.০৪৩৪

সঠিক উত্তর: ০.০৪৩৪

সঠিক উত্তর দাতা দের নাম:

১। আল-শাহরিয়ার – গাজীপুর
২। নাদিম হোসাইন – গাজীপুর
৩। সুরাইয়া ইসলাম রিতা – মানিকগঞ্জ
৪। মোনালিসা – টাংগাইল
৫। জাকিয়া তাসনিম – নারায়ণগঞ্জ
৬। মো: আলম – মাদারীপুর
৭। আবির আহমেদ – বাঘা, রাজশাহী