সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৭ – (A), এর সমাধান

প্রশ্নঃ সাপ্তাহিক গণিত চিন্তা – ৬৭ – (A)

ছোট ছোট দুটো বর্গ আছে যারা পুরোটাই ধূসর রঙ করা। এদের ক্ষেত্রফল বড় বর্গের ৫০%।

বাকি দুটো বর্গক্ষেত্র সাদা, তবে তাদের মধ্যে একটা করে ধূসর বর্গক্ষেত্র আছে। ঐ ধূসর বর্গক্ষেত্রগুলোর প্রত্যেকটির ক্ষেত্রফল সাদা বর্গক্ষেত্রের অর্ধেক।

কাজেই মোট ধূসর রঙ করা অংশ = ৫০% + (৫০% / ২) = ৭৫%

সঠিক উত্তর: ৭৫%

সঠিক উত্তর দাতা দের নাম:
1. Md. Martuza Ahamad – Kushtia
2. বিশাল দাস – নাটোর
3. Nirmal Goswami – Thakurgaon
4. Bishnu Das – Panchagarh
5. Sharif Rifatul Islam – ঢাকা
6. দেবাশীষ চক্রবর্তী – ঝিনাইদহ
7. আল-শাহরিয়ার – গাজীপুর
8. সানজানা তারান্নুম – ইশ্বরদী
9. নাদিম হোসাইন – গাজীপুর
10. সোনিয়া খানম – মানিকগঞ্জ
11. ফারহানা আনোয়ার – টাংগাইল
12. জাহিনা আঞ্জুম – নারায়ণগঞ্জ
13. তিতুমীর খান – বরিশাল
14. হেলাল মহিউদ্দীন – সিলেট